শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে দুনিয়াকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব- ডোনাল্ড ট্রাম্প


প্রকাশ :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ওয়াশিংটনও বেইজিংর জন্য একটি বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত — এবং তাঁর ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ‘পৃথিবীকে একাধিকবার ধ্বংস’ করার সক্ষমতা রাখে। এই মন্তব্য এসেছে চীনের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত টানাপোড়েন কমানোর আহ্বানের মাত্র কয়েক দিন পর।

ট্রাম্প সাক্ষাৎকারে জানান, চীন “সবসময় আমাদের নজরে রাখে” এবং যুক্তরাষ্ট্রও চীনের কিছুকে লক্ষ করে। তিনি বলেন, “তারা যা করছে — আমরা ওগুলোই অনেকটাই তাদের সঙ্গেও করছি। এটা কঠোর প্রতিযোগিতা; তবে আমরা একসঙ্গে কাজ করলেই আরও শক্তিশালী হওয়া যাবে।”

একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে দিচ্ছেন যে চীন দ্রুত পারমাণবিক ক্ষমতা বাড়াচ্ছে। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যেকোনো দেশের তুলনায় বেশি পারমাণবিক অস্ত্র আছে; রাশিয়া দ্বিতীয় স্থানে এবং চীন দ্রুত তাদের অবস্থান শক্তিশালী করছে — এমনকি পাঁচ বছরের মধ্যে সমতুল্য সক্ষমতায় পৌঁছতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন। তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়টি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গেও আলোচনা করেছেন।

ট্রাম্পের বক্তব্য সাম্প্রতিক সময়ে এসেছে তখনই যখন মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো অভিযোগ করেছে যে চীন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থায় অনুপ্রবেশ করছে এবং মেধাস্বত্ব ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করছে। ট্রাম্প সাক্ষাৎকারে এ ধরণের ঘটনা সম্পর্কে বলতেই বলেন, “তোমরা যা বলছ, আমরা সেগুলোও করি”—এমন প্রতিযোগিতামূলক বাস্তবতাকে স্বীকার করেন তিনি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টেকসই প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি বাণিজ্য ও কৌশলগত পদক্ষেপও চলছে। ট্রাম্প স্বীকার করেছেন যে বেইজিং বিরল খনিজ (রেয়ার আর্থ) সংগ্রহ করে একটি প্রভাবশালী অবস্থান তৈরি করছে, যা প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম তৈরিতে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “তারা ২৫-৩০ বছর ধরে এগুলো জমাচ্ছে। এই শক্তি তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে, আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।” ট্রাম্প উদাহরণ দিয়ে উল্লেখ করেন যে বিমান যন্ত্রাংশ সরবরাহ প্রদানে সীমাবদ্ধতা আর শুল্ক চাপাবো ধরনের পদক্ষেপ দুপক্ষের কৌশলগত প্রতিক্রিয়ার অংশ।

সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র পরীক্ষা প্রসঙ্গে ট্রাম্প বলছেন, রাশিয়া ও চীনও তাদের অস্ত্র পরীক্ষা করছে — শুধু সেটা হয়তো আমরা জানি না। তিনি পরিশেষে পারমাণবিক নিরস্ত্রীকরণকে অতীব জরুরি বিষয় আখ্যায়িত করেন; তবু তার কথায়, “আমাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে বহুবার ধ্বংস করা সম্ভব।”