শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মেক্সিকোয় সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৩ জন


প্রকাশ :

মেক্সিকোয় একটি সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। শনিবার (১ নভেম্বর) রাতে দেশটির উত্তরাঞ্চলের সোনোরা রাজ্যের হারমোসিলো শহরের একটি ওয়াল্ডোর আউটলেটে এই ঘটনা ঘটে।

রোববার (২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো দুরাজো এক ভিডিও বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন কিশোর ও দুইজন কিশোরী রয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেক্সিকান রেড ক্রস জানিয়েছে, বিস্ফোরণের পর উদ্ধারকাজে দমকল বাহিনী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেয়। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রাথমিক তদন্তে বিস্ফোরণটি দুর্ঘটনাজনিত বলে ধারণা করা হচ্ছে, এতে কোনো হামলার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা সংস্থা।