রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

রিও ডি জেনিরোতে পুলিশের অভিযানে রক্তপাত, নিহত অন্তত ৬০


প্রকাশ :

ব্রাজিলের রিও ডি জেনিরোতে এক বৃহৎ পুলিশি অভিযানে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুলিশ সদস্যও রয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজ্যের গভর্নর ক্লডিও কাস্ত্রো জানান, অভিযানে ৮১ জনকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার ভাষায়, “এই অভিযান ছিল রিও ও ব্রাজিলকে অপরাধমুক্ত করার প্রচেষ্টা। জননিরাপত্তা আমাদের অগ্রাধিকার, আমরা পিছু হটব না।”

অভিযানটি মূলত শহরের নিম্ন আয়ের ফাভেলা এলাকা—কমপ্লেক্সো দো আলেমাও এবং পেনহায় পরিচালিত হয়। প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য এতে অংশ নেন, যাদের সঙ্গে ছিল হেলিকপ্টার ও সাঁজোয়া যান। অভিযানের সময়ই শুরু হয় গোলাগুলি, তাতেই নিহত ও আহত হন বহু মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘রেড কমান্ডো’ নামে পরিচিত এক মাদকচক্রকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়। এই গোষ্ঠীর প্রভাব রিওর বহু এলাকায় ছড়িয়ে আছে।

তবে মানবাধিকার সংস্থাগুলো এই অভিযানকে অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচার হত্যার অভিযোগে সমালোচনা করেছে। স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন, অনেকে নিহতদের দাফনের ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন।

দেশজুড়ে এ ঘটনায় রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা পুনর্নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তবে ডানপন্থী বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়েছেন। সরকার জানিয়েছে, অপরাধী সংগঠনগুলোকে এখনো সন্ত্রাসী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি—যা রাজনৈতিক অস্থিরতার নতুন ইস্যু হয়ে উঠেছে।

আগামী সপ্তাহে রিও ডি জেনিরোতে একটি আন্তর্জাতিক সম্মেলন এবং নভেম্বর মাসে আমাজনের বেলেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ু সম্মেলন–৩০। বিশ্লেষকদের মতে, এই অভিযানকে সেই বৈশ্বিক আয়োজনগুলোর নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে।