মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মেক্সিকোতে ভয়াবহ ঝড়ে মৃত ৬৬, নিখোঁজ অন্তত ৭৫


প্রকাশ :

মেক্সিকোতে কয়েকদিন ধরে চলা ভয়াবহ ঝড় ও বৃষ্টিপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬৬ জনে পৌঁছেছে। দেশটির একাধিক রাজ্যে এখনো জরুরি অবস্থা জারি আছে, কারণ পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

আনাদোলু এজেন্সির তথ্যমতে, সপ্তাহান্তে হওয়া প্রবল বৃষ্টি ও বন্যায় মেক্সিকোর মধ্যাঞ্চল এবং পূর্ব উপকূলের অন্তত পাঁচটি রাজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশজুড়ে এখন পর্যন্ত ৭৫ জনের খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপসাগরীয় উপকূলের ভেরাক্রুজ রাজ্য। সেখানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন এখনো নিখোঁজ। মধ্য মেক্সিকোর হিডালগো রাজ্যে মারা গেছেন ২১ জন, নিখোঁজ রয়েছেন ৫০ জন। পুয়েবলা রাজ্যে আরও ১৪ জনের প্রাণহানি হয়েছে, নিখোঁজ রয়েছেন সাতজন।

কুয়েরেতারো অঞ্চলে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে সান লুইস পোটোসি রাজ্যে বড় কোনো প্রাণহানি না ঘটলেও ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ের পরপরই দেশটির ফেডারেল সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৭০১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সরকারি ও বেসরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্তদের কাছে খাদ্য, পানি ও জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে। এখনো ১৯টি দুর্গম এলাকায় ত্রাণ পাঠানোর চেষ্টা চলছে।

অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) সদস্যরাও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করছে। অস্ত্রধারী ওই কার্টেল সদস্যদের স্থানীয়দের মাঝে খাদ্য ও সহায়তা সামগ্রী দিতে দেখা গেছে।

চলমান দুর্যোগে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।