মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

বাংলাদেশ প্রসঙ্গে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা


প্রকাশ :

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয়সহ বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ভারতের একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।  এনিয়ে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জয়শঙ্কর নিজেদের মধ্যে আলোচনার বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন।

জয়শঙ্কর লিখেছেন, আমরা ইউক্রেন সংঘাত, পশ্চিম এশিয়া, বাংলাদেশ, কমনওয়েলথসহ নানা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছি। অনিশ্চিত ও অস্থির বিশ্বে ভারত-যুক্তরাজ্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে অবদান রাখছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ‘বিস্তৃত ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জয়শঙ্কর। প্রতিবেদনে বলা হয়েছে, ল্যামির সঙ্গে বৈঠকের আগে জয়শঙ্কর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ও বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডসের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় উগ্রপন্থা ও চলমান মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) –এর মতো বিষয়গুলোতে গুরুত্ব পেয়েছে। 

বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর বলেছেন, ভারতের জন্য বাংলাদেশ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। কারণ সেখানে ক্রমবর্ধমান চরমপন্থা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যগুলোতে বলা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই জয়শঙ্কর ঢাকার পরিস্থিতি নিয়ে ল্যামির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।