শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

পাকিস্তানে রাতভর গোলাগুলি-আধাসামরিক সেনা নিহত ১৮


প্রকাশ :

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে রাতভর গোলাগুলিতে ১৮ আধাসামরিক সেনা নিহত হয়েছেন। এ সময় ২৪ জঙ্গি নিহত হয়েছে বলেও জানানো হয়েছে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশে জঙ্গিরা অস্ত্র হাতে রাতভর রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী তাদের সরিয়ে দেওয়ার সময় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন। জানানো হয়েছে, এই জঘন্য ও কাপুরুষোচিত কাজের অপরাধী, সহায়তাকারী ও মদদদাতাদের বিচারের আওতায় আনা হবে।

ইরান ও আফগানিস্তানের সীমান্তবর্তী খনিজ সমৃদ্ধ এই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী জাতিগত বেলুচ গোষ্ঠীর এক দশক পুরনো বিদ্রোহের মাঠে পরিণত হয়েছে। বিভিন্ন মতাবলম্বী জঙ্গিরাও সেখানে তৎপর।

এক প্রতিবেদনে এপি বলছে, বিএলএ নামক বিদ্রোহী গোষ্ঠী প্রায়ই পাকিস্তানে নিরাপত্তা বাহিনী, বেসামরিক নাগরিক এবং বিদেশিদের লক্ষ্য করে হামলা চালায়, বিশেষ করে চীনাদের ওপর।

গত নভেম্বরে একজন বিএলএ সদস্যের আত্মঘাতী বোমা হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার ট্রেন স্টেশনে ২৬ জন নিহত হন। এর আগে আগস্টে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা পুলিশ স্টেশন, রেললাইন ও মহাসড়কে হামলা চালালে চালায়। সে সময় কমপক্ষে ৭৩ জন নিহত হয়।