রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে পার্ক করা বাসে অগ্নিসংযোগ


প্রকাশ :

ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ইসদাইর এলাকায় ভোরে পার্ক করে রাখা একটি বাসে আগুন লাগানো হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। সৌভাগ্যজনকভাবে কেউ আহত হয়নি।

পুলিশ ও স্থানীয়দের কথায় পাওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ শহরের রাসেল গার্মেন্টসের শ্রমিক পরিবহনে ব্যবহৃত বাসটি (ঢাকা মেট্রো-জ ১১-২৬৬৩) আগের রাতেই আয়কর অফিসের সামনে পার্ক করে রেখেছিলেন চালক নাসির ও তার সহযোগী নয়ন। দুজনই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।

ভোর ৫টার দিকে হঠাৎ স্টিয়ারিং সিটের দিকে আগুন দেখা দিলে তারা চিৎকার করেন। আশপাশের লোকজন দ্রুত এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ফতুল্লা মডেল থানার তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

চালক নাসিরের ভাষায়, আগুন লাগানোর মুহূর্ত তারা দেখেননি। আগুনে বাসের সামনে অংশ এবং স্টিয়ারিং সিট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, চালক ও হেলপার দ্রুত বুঝতে পারায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্তে কাজ চলছে।