রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সিভিল সার্জন কার্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সে আগুন


প্রকাশ :

কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ভোরে দুষ্কৃতকারীদের আগুনে পুড়ে গেছে। ঘটনাটি ঘটে সোমবার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে। আগুন দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পৌঁছানোর পর কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে অ্যাম্বুলেন্সটির ভেতর–বাহির প্রায় পুরোটা পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন তখন প্রায় পুরোটা ছড়িয়ে পড়েছিল। আগুনে কেউ আহত না হলেও যানটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।