রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিক পালিত


প্রকাশ :

ডায়াবেটিক সমিতি, লালমনিরহাট-এর উদ্যোগে র‌্যালী ও আলোচন সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। গত ১৪ নভেম্বর  ডায়াবেটিস সমিতি লালমনিরহাট এর ব্যবস্থাপনায় পরিচালিত ডা. সেলিমা রহমান ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে  শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে হাসপাতালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিস সমিতি লালমনিরহাট এর এডহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু গেরিলা লিডার' ৭১।  ডায়াবেটিস  রোগের কারণ, লক্ষণ, ও চিকিৎসা সেবা বিষয়ে আলোচনা করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার ভট্টাচার্য। অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য ও পরিচালক অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মুকুল। 

আলোচনা সভায় হাসপাতালের  চিকিৎসক, বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি,নার্স  টেকনিশিয়ানসহ কর্মচারীবৃন্দ  অংশগ্রহণ করেন।