নীলফামারীতে চীন সরকারের সহায়তায় ১ হাজার শয্যার আধুনিক হাসপাতাল স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠ এলাকায় সাড়ে ২৫ একর জায়গার ওপর নির্মাণের পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
হাসপাতাল স্থাপনের জন্য মাস্টারপ্ল্যান প্রণয়ন ও স্থাপনার ব্যয়ের প্রাক্কলন তৈরির নোটিশ জারি করেছে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। গত ৩০ অক্টোবর এই নোটিশে স্বাক্ষর করেন উপসচিব ফাতিমা তুজ জোহরা ঠাকুর, যা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
চীন সরকারের এই সহায়তায় নীলফামারীর মানুষ আশাবাদী। স্থানীয়রা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুলবে।
জেলা বিএনপির সদস্যসচিব ও নীলফামারী–২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেল বলেন, “চীন সরকারের এই উপহার নীলফামারীর মানুষের জন্য বড় অর্জন। আমরা সরকারের এই সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞ।”
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান জানান, “চিঠি হাতে পেয়েছি। হাসপাতাল স্থাপন সংক্রান্ত ডিজিটাল সার্ভে শুরু করার প্রস্তুতি নিচ্ছি।”
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “টেক্সটাইল এলাকায় ৬০ একরের বেশি সরকারি জমি রয়েছে। এর মধ্যে ২৫ একর হাসপাতালের জন্য বরাদ্দ দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।”