শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার


প্রকাশ :

রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামী মাসুদ মিয়াকে (৪৭) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় যশোর ঝিকরগাছা সুডিপুর বাজারে অভিযান চালিয়ে পুলিশ ও র‌্যাবের সদস্যরা তাকে গ্রেফতার করে। মাসুদ গঙ্গাচড়া উপজেলার উত্তর কোলকোন্দ মাস্টারপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

তিনি মামলার বরাত দিয়ে জানান, গত ১৬ জুলাই দুপুরে প্রতিবেশী বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে মাসুদ। ওই কিশোরীর নানী বাড়িতে ঢোকার সময় মাসুদকে তার ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন। ঘরে ঢুকে নাতনীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান প্রতিবন্ধী ওই কিশোরীর নানী। ধর্ষণের ঘটনায় মাসুদকে গ্রেফতারের দাবীতে গঙ্গাচড়ায় মানববন্ধন সমাবেশ ও থানায় মামলা হলে আত্মগোপনে চলে যায় মাসুদ। এনিয়ে গঙ্গাচড়া থানা পুলিশ যশোর র‌্যাব-৬ এর কাছে আসামী গ্রেফতারে সহযোগিতা চাইলে মঙ্গলবার রাতে র‌্যাব-পুলিশের যৌথ অভিযানে মাসুদকে গ্রেফতার করা হয়।  

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, বুধবার রাত সোয়া ৮টায় আসামী মাসুদকে থানা হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।