শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও চেক বিতরণ


প্রকাশ :

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এ জার্মান রিটেইলার ‘কিক’ এর অর্থায়নে ও জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস এর বাস্তবায়নে ‘কিক মেকস দ্যা ডিফারেন্স’  প্রকল্পের আওতায় শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, আইটি সরঞ্জামাদি এবং চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এবং বেরোবি’র সিন্ডিকেট সদস্য ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহাঃ তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন।

এসময় বেরোবি‘র উপাচার্য বলেন, এই শিক্ষাবৃত্তি কার্যক্রম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদেরকে তাদের উচ্চশিক্ষা গ্রহণ ও চলমান রাখতে সহায়তা করবে।এই প্রকাল্পের যথাযথ সাফল্য কামনা করেন এবং এই প্রকল্প বাস্তবায়নের জন্য জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস ও ‘কিক’ কে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর  পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।