কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট সিফাত মেহনাজ এঁর সঙ্গে রাজারহাট উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার সকালে ১১ টায় রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসক(ডিসি) সিফাত মেহনাজের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরানের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিক্ষা, স্বাস্থ্য, যানজট, বাল্য বিবাহ, মাদক ও টেকসই উন্নয়নের উপরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, রাজারহাট প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিসুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, রাজারহাট থানার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান, উমরমজিদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসানুল কবীর আদিল, হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুল মালেক, হেফাজতে ইসলাম উপজেলা সভাপতি আজম আলী, এনসিপি'র রাজারহাট উপজেলা যুগ্ম সমন্বয়ক রাশেদুল ইসলাম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ,উপজেলা এলজিইডি ভারপ্রাপ্ত প্রকৌশলী আব্দুর রশীদ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আবু তাহের, উপজেলা একাডেমি অফিসার আয়েশা সিদ্দিকাসহ উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।