শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন


প্রকাশ :

রাজারহাট থেকে আনন্দ বাজারগামী সড়কের মেরামত কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে রোববার (২ নভেম্বর) বিকেলে উমরমজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজারহাট উপজেলা শহরের সঙ্গে সংযোগের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে। এতে চলাচলে চরম ভোগান্তি হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে অহরহ। মেরামতের জন্য টেন্ডার দেওয়া হলেও ঠিকাদারের গাফিলতির কারণে সড়কটি এখনও ঠিকমত সংস্কার করা হয়নি। বক্তারা দ্রুত সড়কটি মেরামত করে চলাচলের উপযুক্ত করার দাবি জানান।

এ বিষয়ে রাজারহাট উপজেলা এলজিইডি'র ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুর রশিদ মন্ডল বলেন, "দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা খারাপ। রুরাল কানেক্টিভিটি ইম্প্রুভমেন্ট (RCIP) প্রকল্পের আওতায় ১১.৭৭০ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের জন্য টেন্ডার দেওয়া হয়েছে, যা ১৪ কোটি ৪৯ লক্ষ ৬৪ হাজার ১০ টাকায় ঠিকাদার খায়রুল কবীর রানা পেয়েছেন। কাজটি আগামী বছরের জানুয়ারিতে শেষ হওয়ার কথা। আজ ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে, আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করবেন। যদি কাজ শুরু না হয়, আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে ঠিকাদারকে লিখিত নোটিশ দেব।"

মানববন্ধনে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, আমির হামজা বাচ্চু, মিজানুর রহমান মিজান, আশরাফুল ইসলাম বাচ্চু, রানু সরকারসহ আরও অনেকে।