রংপুর নগরীতে রোড ডিভাইডার বিদ্যুতায়িত হয়ে বিমল চন্দ্র (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে রংপুর সিটি করপোরেশনের সামনে এ ঘটনা ঘটে।
বিমল কাউনিয়া উপজেলার হারাগাছ যুযিটারী এলাকার পুলিন চন্দ্রের ছেলে। রবিবার (২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই আব্দুল বাতেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সিটি বাজার থেকে রাত ২টার দিকে খাবার খেয়ে রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের লোহার রোড ডিভাইডার বিদ্যুতায়িত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় বিমল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠায়।
এসআই আব্দুল বাতেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।