শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপিত


প্রকাশ :

 ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যে রংপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫ উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (১লা নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক  আবু জাফর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সমবায় কার্যালয়ের  উপ-নিবন্ধক  মাসুদ পারভেজ। রংপুর সমবায় বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে।

 প্রধান অতিথির বক্তৃতায়  আবু জাফর বলেন, সমবায় সমিতির সদস্যগণ সম্মিলিতভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে  কাজ করে। স্বাবলম্বী হওয়ার  পাশাপাশি অন্যের প্রতি দায়িত্বশীল হিসাবে নিজেদের গড়ে তোলেন। সমবায়ীদের উদ্দেশে তিনি বলেন, অনেক সমিতির মধ্যে সমবায়ীদের সমঝোতা নেই, অনেকে আবার সমিতির মূলনীতি থেকে দূরে সরে আসায় সমিতির সঠিকভাবে উন্নয়ন হচ্ছে না। সমিতির রীতিনীতি কাজে লাগিয়ে সমিতির অবস্থার পরিবর্তন ঘটাতে হবে।

 সমিতির উন্নয়নে সমবায় কর্মকর্তাদের উদ্দেশে পরিচালক বলেন, সমিতিসমূহ সঠিকভাবে পরিচালনায় বিনিয়োগ, ঋণ ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা পর্যালোচনাপূর্বক সমবায় কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা বাড়াতে হবে। সমবায় সমিতিসমূহের বিনিয়োগ দেশের দারিদ্র্য বিমোচনে বড়ো অবদান রাখতে পারে। এজন্য শুধু ব্যক্তি স্বার্থ না দেখে তিনি সমবায়ীদের এক হয়ে দেশের আর্থ-সামাজিক কাজে অবদান রাখার আহ্বান জানান।

 অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। সমবায় এমন একটি প্রতিষ্ঠান, যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ সম্ভব হয়। সমবায় সমিতি সমাজের শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন দুর্যোগে অবদান রাখছে। সমবায়ীরা আগামীতে বড়ো পরিসরে দেশে অর্থনীতিতে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি এম আশরাফুল উল্যাহ তাহের, রংপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ (উপনিবন্ধক) সুমন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনাসভার পূর্বে দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।