ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোঃ শরীফুল ইসলাম ননতু। এর আগের কমিটিতে তিনি সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) দায়িত্ব পালন করেছেন।
ডাঃ শরীফুল ইসলাম ননতু ড্যাবের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) নির্বাচিত হওয়ায় চিকিৎসক, মেডিকেল শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তার হাত ধরে উত্তরের চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা ও পেশার মান্নোনয়ন হবে বলে প্রত্যাশা করেন তারা। ডাঃ মোঃ শরীফুল ইসলাম ননতু রংপুর মহানগর ড্যাবের সদস্য সচিব হিসেবে ২০১৯ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০১ সালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ২০২০ সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সার্জারী বিষয়ে এমএস ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ড্যাবের সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সুপার ফাইভ এর নির্বাচনে সভাপতি অধ্যাপক ডাঃ হারুন-অর-রশিদ, মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কেনান, কোষাধ্যক্ষ ডাঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ খালেকুজ্জামান দিপু নির্বাচিত হন। গত ২৮ অক্টোবর ড্যাবের ২৭৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেয়া হয়। এতে অধ্যাপক ডাঃ মোঃ ফরহাদ হালিম ডোনারকে প্রধান উপদেষ্টা করে ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়।