শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

স্বাস্থ্য সহকারীরা দেশের স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর: ডা. জাহিদ


প্রকাশ :
স্বাস্থ্য সহকারীরা দেশের স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হ্যাব) প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সামাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মানুষের ৫টি মৌলিক অধিকার মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য। স্বাস্থ্য শিক্ষা ও শিশু এবং নারীদের টিকাদান কার্যকক্রমসহ তৃণমূল মানুষের দোরগোড়ায় কাজ করে স্বাস্থ্য সহকারীরা। তারা বাংলাদেশ স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য সহকারীদের জন্যই বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি আরও বলেন, আমি স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, আপগ্রেডেশন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবির প্রতি সমর্থন জানাই। অবিলম্বে তাদের যৌক্তিক দাবিসমূহ মেনে নিয়ে বৈষ্যমের অবসান করার জন্য জোর দাবি জানাচ্ছি।

প্রতিনিধি সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক মো. ওয়াসি উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।