মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হযেছে।
আজ মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন বন্ধন কর্মসূচি পালন করে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার। মানববন্ধনে বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা স্তরে মাত্র শতকরা ৩ ভাগ স্কুল সরকারি আর ৯৭ ভাগ শিক্ষা প্রতিষ্ঠানই বেসরকারি এবং মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা কোন সরকারি নাই। অথচ একই কারিকুলামে পাঠদানও করা হয়।এই বিশাল বৈষম্য রেখে কাংখিত শিক্ষা প্রদান সম্ভব নয়।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।এমপিওভূক্ত শিক্ষকদের বাসাভাড়া ১ হাজার আর চিকিৎসা ভাতা মাত্র ৫শত টাকা।অথচ তূলনামূলকভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল অনেক ভালো। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষা উপদেষ্টার কাছে এই বৈষম্য নিরসনের দাবি জানান আন্দোলনরত শিক্ষকগন।এ সময় তাদের দাবির পক্ষে জেলা প্রশাসনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন।এ সময় বক্তব্য রাখেন সুপারিটেনডেন্ট মাওলানা আইয়ুব আলী বসুনিয়া,প্রধান শিক্ষক একরামুল হক সরকার,সহকারী শিক্ষক শেফালী বেগম সহ আরো অনেকে। জেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন অংশ নেয়।