বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রামে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় বেলাল হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সরও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল উপজেলার ব্যাঙকান্দা গ্রামের আব্দুল জব্বার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বেলাল হোসেন মোটরসাইকেল যোগে সরকারের হাট থেকে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বুড়িমারীগামী একটি ট্রাক সরও বাজার এলাকায় তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নিহতের পরিবার থানায় এসেছে। তাদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।