ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদল মনোনীত ডাকসু প্রার্থী আবিদুল ইসলাম আবিদ বলেছেন, 'আমি কখনো আপনাদের ছেড়ে যাব না।'
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি নিজের অভিজ্ঞতা ও ভবিষ্যতের ভাবনা তুলে ধরেন।
আবিদ ফেসবুকে লিখেছেন, ‘ক্ষুদ্র জীবনে আমি এতদূর আসব কোনোদিন ভাবিনি। নির্বাচনের আগের রাতে খালেদ মুহিউদ্দিন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, ৫ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই? আমি কোনো সদুত্তর দিতে পারিনি। আমি আসলে কোনোদিনই জানতাম না নিজেকে কোথায় দেখতে হবে, কোথায় দেখা উচিত। একের পর এক আন্দোলন-সংগ্রাম এসেছে, নিজেকে রাজপথে সঁপে দিয়েছি। সেই পথ আজ আমাকে এতদূর নিয়ে এলো। ইটস ওকে।'