শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

থার্ড ওয়ার্ল্ড মার্চে অংশগ্রহণের জন্য লালমনিরহাট বার্তার সম্পাদক নেপাল যাচ্ছেন


প্রকাশ :

শান্তি ও অহিংসার লক্ষ্যে থার্ড ওয়ার্ল্ড মার্চ এ অংশগ্রহণের জন্য  লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক  গেরিলা লিডার হিউম্যানিস্ট এস. এম শফিকুল ইসলাম কানু বাংলাদেশ বিমান যোগে আগামী ২১অক্টোবর ৮ দিনের সফরে নেপাল যাচ্ছেন।

সারা বিশ্বে অহিংস আন্দোলন এবং যুদ্ধমুক্ত পৃথিবী নিয়ে কাজ করা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিস্ট মুভমেন্টের উদ্যোগে গত ২ অক্টোবর দক্ষিণ আমেরিকার কোস্টারিকা থেকে হার্ড ওয়াল্ড মার্চ শুরু হয়েছে। প্রতিনিধি দলের তিন মাস বিশ্ব পরিভ্রমণ  শেষে ২০২৫ সালের ৫ জানুয়ারী  কোস্টারিকায়  সমাপনী অনুষ্ঠিত হবে।

গত ১৭ই অক্টোবর হার্ড ওয়ার্ল্ড মার্চে অংশগ্রহণকারী  আন্তর্জাতিক প্রতিনিধি দলের ৩ সদস্য বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে ৪ দিনের কর্মসূচি শেষে তারাও ২১ অক্টোবর বিমান যোগে নেপালের উদ্দেশ্যে রওনা দিবেন। বাংলাদেশের প্রতিনিধি হিসাবে হিউম্যানিস্ট সাব্রিনা খান ও  হিউম্যানিস্ট  মারুফ উল আলম থার্ড  ওয়ার্ল্ড মার্চে অংশগ্রহণে নেপাল যাবেন।