বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে নিখোঁজ দুই কিশোরী উদ্ধারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম


প্রকাশ :

রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরী ৯ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। পুলিশ বলছে, কিশোরীদের উদ্ধারে মাঠে কাজ চলছে।

এদিকে শনিবার (২১ জুন) দুপুরে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নাগরিক সমাজ। বক্তারা নিখোঁজ দুই কিশোরীর দ্রুত উদ্ধার, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিশু নির্যাতনের ঘটনার বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন রংপুর প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাড. জোবাইদুল ইসলাম, মানবাধিকার কর্মী অ্যাড. মোকছেদ বাহলুল, অ্যাড. মাহে আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির কোষাধ্যক্ষ শমসে আরা বিলকিস, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল বারী রিজুসহ অনেকে।

বক্তারা বলেন, পুনর্বাসন কেন্দ্রে থাকা শিশুদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হতে হচ্ছে। উদ্ধার হওয়া কিশোরীরা সাংবাদিকদের কাছে ভয়াবহ নির্যাতনের কথা জানিয়েছিল, যা থেকে বাঁচতে তারা পালিয়ে গিয়েছিল। পরে তাদের আবারও আদালতের মাধ্যমে কেন্দ্রটিতে ফিরিয়ে আনা হয়, যা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

তারা আরও অভিযোগ করেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। বক্তারা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের নির্যাতনে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, চার নিখোঁজ কিশোরীর মধ্যে দুইজনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনকে উদ্ধারে পুলিশ কাজ করছে।

এ বিষয়ে জানতে সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।