লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও বিধান কান্তি হালদার বলেন, “আমি জনগণের সেবক হিসেবে কাজ করে আদিতমারী উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, জাতীয় নাগরিক পার্টির সভাপতি মশিউর রহমান, গণ অধিকার পরিষদের সভাপতি মমতাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক, মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।