গতকাল ৭১ সহযোগী মুক্তিযোদ্ধার লালমনিরহাট অফিসে সংগঠনের মৃত সদস্য হাসেন আলীর কুলখানীর জন্য আর্থিক সহয়তা প্রদান করা হয়।
লালমনিরহাট জেলা শহরের থানা পাড়া অফিসে আর্থিক সহয়তা গ্রহণ করেন মৃত হাসেন আলীর স্ত্রী জাহানারা বেগম। এতে উপস্থিত ছিলেন ৭১ সহযোগী মুক্তিযোদ্ধার সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বুলু, সদর উপজেলা সাধারণ সম্পাদক ইউসুফ সিকদার, নাগেশ্বরী উপজেলা সভাপতি মেছের আলী, রাজার হাট থানা সভাপতি আবু বক্কর সিদ্দিক, হযরত আলী প্রমুখ।