মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় গাছ কাটাকে কেন্দ্র করে ভাই ভাইয়ের মধ্যে সংঘর্ষ


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধায় নিজের লাগানো গাছ কাটতে গেলে হামলার অভিযোগ উঠেছে আব্দুর রহমান নামের এক শিক্ষকের বিরুদ্ধে।মঙ্গলবার (১১মার্চ) উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় বাবার পৈত্রিক জমিতে নিজের লাগানো গাছ কাটতে গেলে আবেদ আলী (৪১) নামের এক ব্যক্তি হামলার শিকার হয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে মা ও ছেলে থানায় লিখত অভিযোগ করেন।

আহত আবেদ আলী তিনি পশ্চিম সারডুবী হাফেজ বজলুর রহমান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বলেন,আমার বাবার পৈত্রিক নিজ দলিলকৃত সম্পত্তির জমিতে আমি গাছ রোপন করেছি।এখন আমি গাছটি কাটতে গেলে আমাকে  মারধর করে। পরে আমাকে স্থানীয় কয়েকজন মিলে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নিয়ে আসে। আমি এর সুস্থ বিচার চাচ্ছি।

অভিযুক্ত  মিলিন বাজার আবুল হাশেম সিনিয়ার মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুর রহমান বলেন,আমার মাকে জিজ্ঞাসা করলে আপনি সব বুঝতে পারবে।মা তার বিরুদ্ধে থানা অমভিযোগ করেছেন।আমি তাকে বলেছিলাম সব গাছ কাটার দরকার নাই । এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে আঘাত করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত অফিসার(ওসি) মাহমুদুন- নবী বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।