মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পুনরায় "প্রিপেইড মিটার লাগানো"র চেষ্টার প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর এর বিক্ষোভ সমাবেশ


প্রকাশ :

 আজ ( ০৯ ফেব্রুয়ারি)  রবিবার সকাল ১১টায় জনদূর্ভোগ সৃষ্টিকারী,অপ্রয়োজনীয়  ফ্যাসিবাদী আওয়ামী সরকারের লুটপাটের প্রকল্প প্রি-পেইড পুনরায় লাগানোর চক্রান্তের প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহক ফোরাম, রংপুর এর উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্তরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় উক্ত গণসমাবেশে বক্তব্য রাখেন উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক খুরশীদ আলম মুন্না,মনিরুজ্জামান সোহেল প্রমূখ।নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট সরকারের সীমাহীন লুটপাটের প্রকল্প(প্রি-পেইড মিটার স্থাপন) আন্দোলনের মুখে জেলা প্রশাসকের মধ্যস্থতায় স্থগিত করে নেসকো।কিন্তু আবারো সেই জনধিকৃত প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত করছে নেসকো,রংপুরের অসাধু কর্মকর্তারা। তারা আরও বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের 'ভাই-বন্ধু' চক্রের আমদানিকৃত লক্ষ লক্ষ প্রিপেইড  মিটার প্রয়োজন না থাকলেও ছলেবলে জনগণের ঘাড়ে চাপাতে চায়। ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে প্রি-পেইড মিটারে বিদ্যুতের বিল পূর্বের ডিজিটাল মিটারের তুলনায় দ্বিগুন হারে পরিশোধ করতে হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্যবৃদ্ধি,নতুন করে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধিতে মানুষ সংসার চালাতে যখন হিমশিম খাচ্ছে তখন এই অপ্রয়োজনীয় প্রি-পেইড মিটারের ব্যয়ের বোঝা আমাদের কষ্টকে আরও তীব্র করে তুলবে।

 বিক্ষোভ সমাবেশের সভাপতি বলেন, জনগণের চুপ করে থাকা দেখে নেসকো আবারও প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত করছে। কিন্তু জনগণ যে নিস্ক্রিয় নয় এই বিক্ষোভ সমাবেশই তার প্রমাণ।তাই অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে প্রিপেইড মিটার বাতিল করতে হবে।অন্যথায় বিদ্যুৎ গ্রাহক ফোরাম কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।