শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামানের জামিন না মঞ্জুর কারাগারে প্রেরণ


প্রকাশ :

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুরে নিহত মুন্না হত্যা মামলার আসামী সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামিন না মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে তোলাহয়। এ সময় আসামী পক্ষের আইনজীবি নুরুজ্জামান আহমেদের জামিন আবেদন করলে বিচারক দেবী রানী রায়  জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।এ তথ্য নিশ্চিত করেছেন, মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজার রহমান।আইনশৃঙ্খলা বাহিনী নুরুজ্জামান আহমেদকে কড়া নিরাপত্তার  মধ্যে দিয়ে আদালতে আনা হয় এবং আদালত থেকে কারাগারে পাঠানো হয়।  

আসামী পক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী’র বয়স ৭৬বছর। তিনি একজন সম্মানীত ব্যক্তি। স্থানীয় প্রতিনিধি ও জাতীয় সংসদের সদস্য ছিলেন । সে হিসেবে তার জামিন চেয়েছি। কিন্তু বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। ডিভিশন চেয়েছি আদালত বলেছেন পরবর্তী ডেকে আদেশ দেবেন।

উল্লেখ্য, ৩১ জানুয়ারী রাতেন গরীর সেন্ট্রাল রোডস্থ পোস্ট অফিস সংলগ্ন এক নিকট আত্মীয়র বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন শুক্রবার সকালে নুরুজ্জামান আহমেদকে আদালতে হাজির করে পুলিশ ১৫ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।