রংপুরে মাদক পরিবহনের সময় ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। এরা হলো, নীলফামারী কিশোরগঞ্জ খামারগাড়া গ্রামের অহিজুল ইসলামের ছেলে সুমন সরকার (৩৭), ফারুক হোসেন (৩৯) এবং ছোরাফ আলীর ছেলে ওশন আলী (৪২)। তাদেরকে তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে এ তথ্য নিশ্চিতকরেছেন, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেঃ সাইফুল্লাহ নাঈম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর তাজহাট মডার্ণ মোড় এলাকায় সন্দেহ ভাজন একটি প্রাইভেট কার আটক করে তল্লাশী করে। এ সময় ট্রাভেল ব্যাগের ভেতরে থাকা ২৫৪ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারীকে গ্রেফতারকরা হয়।