বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গতকাল মঙ্গলবার সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সোয়েবুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে আদালতে হাজির করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাসেল ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মিলন হত্যা মামলায় তুষার কান্তি মন্ডলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পুলিশ রিমান্ড শেষে আগামী ৫ অক্টোবর আসামিকে আদালতে হাজির করতে দিন ধার্য করা হয়।
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার করে র্যাব।তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চারটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা আছে।
গ্রেফতারের পর তুষার কান্তি মন্ডলকে দুই দফায় পৃথক দুটি হত্যা মামলায় রিমান্ডে নেয়া হয়। গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন তুষার কান্তি মন্ডল।গত ২৫ সেপ্টেম্বর ফল বিক্রেতা মেরাজুল ইসলাম মেরাজ হত্যা মামলায় তুষার কান্তি মন্ডলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে গত ২৯ সেপ্টেম্বর আসামি তুষার কান্তি মন্ডলকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছিল।তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।