শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

একই স্টেশনে বহাল তবিয়তে ১৯ বছর!


প্রকাশ :

লালমনিরহাটের আদিতমারী উপজেলা কৃষি অফিসে বহাল তবিয়তে দীর্ঘ একটানা ১৯ বছরের অধিককাল যাবত কর্মরত রয়েছেন ফখরুল আজম নামের একজন উপ-সহকারী কর্মকর্তা। এ কর্মকর্তার বাড়ীও একই উপজেলায়। তিনি ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউট উপজেলা শাখার একজন সভাপতিও। সবমিলে তিনি দীর্ঘদিন একই উপজেলায় কর্মরত থাকায় তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ কৃষকদের। সম্প্রতি এ কর্মকর্তাকে আইওয়াশের নামে ভাদাই ব্লক থেকে কমলাবাড়ী ব্লকে বদলী করা হয়েছে। 

আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানাগেছে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফখরুল আজম ২০০৫ সালের ১১ এপ্রিল এ উপজেলায় যোগদান করেন। তার বাড়ীও একই উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে। যোগদানের পর থেকে নানাবিধ অভিযোগ তার বিরুদ্ধে উঠলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কৃষি বিভাগ।

এদিকে একটি সুত্র মতে, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউট এর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই তার বিপক্ষে নির্বাচন করায় সহকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। তার রোষানলে পরে আদিতমারী থেকে পাটগ্রামে বদলী হতে হয়েছে মোজাহার আলী নামের একজন উপ-সহকারী কর্মকর্তাকে। তার অভিযোগ, তিনি ফখরুল আজম প্যানেলের বিপক্ষে নির্বাচনে অংশ নেয়া। তবে কৃষি কর্মকর্তা ওমর ফারুকের অভিযোগ ভিন্ন। তিনি দাবী করে বলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাহার আলী কর্মকর্তাদের কোন কথা শুনতেন না। তিনি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বরাবরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন মাত্র। 

ভাদাই ইউনিয়নের একাধিক কৃষকের সাথে কথা বলে জানাগেছে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফখরুল আজম এ ব্লকের দায়িত্বে থাকাকলীন সময়ে তার নিজের পছন্দমত কৃষকদের মাঝে সরকারের ভূর্তকিসহ নানাবিধ সুবিধা দিতেন। এতে করে প্রকৃত কৃষকরা বঞ্চিত থেকেই গেছেন। 

এবিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফখরুল আজমের সাথে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওমর ফারুক বলেন, ১৫ বছর কেন? এমন অনেক আছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই স্টেশনে। তিনি আরো জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাহারের বিরুদ্ধে অভিযোগ উঠায় তাকে অন্যত্র বদলী করা হয়েছে।