শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সকলের যৌথ প্রচেষ্টায় ভোক্তার অধিকার নিশ্চিত করতে হবে—জাতীয় ভোক্তা অধিকার


প্রকাশ :

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, সকলের যৌথ প্রচেষ্টায় ভোক্তার অধিকার নিশ্চিত করতে হবে। সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। এরপরও সিন্ডিকেট ভাংতে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘রংপুর বিভাগের (কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ) ক্যাবের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ-বিষয়ক’ সেমিনারে প্রধান অতিথির  বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক ক্যাব প্রসঙ্গে বলেন, ক্যাব একটি সেচ্চাসেবি সংগঠন। এই সংগঠনের সদস্যদের সেবা দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সাধারণ ভোক্তাদের স্বার্থে ক্যাবের সদস্যদের বিভিন্ন সচেনতামূলক কাজের উদ্যোগ নিতে হবে। বাজারে আইন-শৃঙ্খলা ভংগকারী ব্যবসায়ীদের শুধু জরিমানা করলেই হবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাজারে কোনো পণ্যের মান, পরিমাণ, মূল্য বৃদ্ধি বা অন্য কোনো অনিয়ম দেখলে ভোক্তা-অধিকার বা প্রশাসনকে অবগত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকের প্রতি আহ্বান জানান।   

ঢাকা ক্যাবের-এর কেন্দ্রিয় কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আসাদুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আফসানা পারভীন, ঢাকা ক্যাবের-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রমুখ।

রংপুর বিভাগীয় প্রশাসন ও কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর আয়োজনে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন জেলার ক্যাবের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।