শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

স্কাউট গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের মতবিনিময় সভা


প্রকাশ :

বাংলাদেশ স্কাউটস, লালমনিরহাট সদর উপজেলা আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

লালমনিরহাট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিপিকা দত্ত এর  সভাপতিত্বে  অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও  বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট সদর, উপজেলা সভাপতি জান্নাতআরা ফেরদৌস। এতে প্রধান অতিথি স্কাউট সম্পর্কিত বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের স্কাউটসসহ অন্যান্য বিষয়ে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তিস্তা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক একরামুল হক সরকার।  আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুরাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, স্কাউটস কমিশনার ও খোচাবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আলেয়া ফেরদৌসী, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটস সাধারণ সম্পাদক রাজিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও   বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের এএলটি আনোয়ারুল হক খান এবং প্রধান শিক্ষক অপুর্ব চন্দ্র রায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,  দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  আশরাফুল আলম। ইউনিট লিডার, মাসুম মিয়া তার বক্তব্যে বিভিন্ন প্রতিষ্ঠানে স্কাউট নিষ্ক্রিয় হওয়ার  বিষয়গুলো উপস্থাপন করলে, সভাপতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের স্কাউট নীতিনমালা অনুসরণ করে স্কাউট পরিচালনা করার আহ্বান জানান। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গ্রুপ স্কাউট সভাপতি ও ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন।"

উল্লেখ্য এতে আসন্ন ডিসেম্বর মাসের উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ সফল করার লক্ষ্যে সকালের সঙ্গে পরামর্শমূলক আলোচনা করা হয়।