দুর্নীতিমুক্ত ও সুশাসিত বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই, এ কথা উল্লেখ করে অভিভাবকরা বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ, প্রশাসন ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
রবিবার (২ নভেম্বর) বিকেল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশ নেওয়া অভিভাবকরা বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিকল্পনা, শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট নিরসন, বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পাঠদান জোরদার করা এবং বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সনাক সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, এক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম পাটওয়ারী, সদস্য আব্দুর রশিদ ব্যাপারী, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা, এরিয়া কো-অর্ডিনেটর মো. মোরশেদ আলমসহ স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শুধু বিদ্যালয় নয়, অভিভাবকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষার্থীদের মানসিক বিকাশে অংশগ্রহণ এবং শিক্ষক-অভিভাবক সহযোগিতাই পারে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে।