শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

ডাকসু ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাহমিনা আক্তার


প্রকাশ :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২০২৫ সালে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় জনকল্যাণ বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার। সংগঠনটির পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে ভিপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বে গড়ে ওঠা এই সংগঠন দীর্ঘদিন ধরে মানবিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে কাজ করে আসছে। এর ছাত্র সংগঠন “বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট” দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে।

তাহমিনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গড়তে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে সারাদেশে আয়োজিত কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ভিপি প্রার্থী তাহমিনা আক্তার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই মর্মান্তিক হত্যাকাণ্ড সত্যের কণ্ঠ রুদ্ধ করে সমাজ ও দেশকে অপরাধী রাজনীতির গ্রাসে ধ্বংস করার ষড়যন্ত্র। সত্য ও মানবতার কণ্ঠকে নির্মমভাবে হত্যা করে কোনো অন্যায় চিরকাল টিকে থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “সব ধর্ম, মত ও পথের মানুষের সমান নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়ে তুলতে হবে। মানবতার রাজনীতিই খুন, সন্ত্রাস ও দস্যু রাজনীতি থেকে জীবন ও রাষ্ট্রকে রক্ষা করার একমাত্র পথ।”

তাহমিনা আক্তার অতীতে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত মাজার ও মন্দিরে হামলা, তোফাজ্জল হত্যাকাণ্ড, ঈদে আজমের জুলুসে হামলাসহ একাধিক ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে নেতৃত্ব দিয়েছেন এবং সাহসী ভূমিকা পালন করেছেন।

তিনি আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মানবিক মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি সব মানবিক ভাই-বোনের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। (প্রস বিজ্ঞপ্তি)