বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
প্রতিদিনই উপজেলা বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক ও পথসভা-আলোচনা সভা করছেন তিনি। হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে ৩১ দফা নিয়ে কথা বলছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার টংভাঙা ইউনিয়ন ৮ ওয়ার্ড বিএনপি আয়োজনে পূর্ব বেজগ্রাম শরত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টংভাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আশরাফ আলীর সভাপতিত্বে, আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন বলেন,দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও আকাঙ্ক্ষার আলো দেখাবে বিএনপি।তিনি আরো বলেন,আমি আপনাদের কল্যানে ও আপনাদের মঙ্গলে কাজ করতে চাই,আপনাদের পাশে থাকতে চাই। আজ আমি আপনাদের কাছে ওয়াদা দিলাম।
এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন,সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ন আহবায়ক সফিউল আলম বাবুল,সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম,কৃষকদলের সদস্য সচিব মতিউর রহমান মতি,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমজাদ হোসেন, সাবেক যুবদল নেতা চঞ্চল প্রামানীক ও উক্ত ওয়াডের বিএনপির আহ্বায়ক জবের আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।