করোনা থেকে বাঁচার সম্ভাব্য উপায়:
১। শহরের ডোবা নালা অর্থাৎ যেখানে বৃষ্টি হলে পানি জমা থাকে সাথে সাথে সেগুলি সংস্কার করতে হবে।
২। এখন থেকেই যে সমস্ত সাবধানতা অবলম্বন করতে জনগণকে সচেতন করতে হবে
যেমন জনসাধারণকে মাস্কব্যবহার করতে উৎসাহিত করতে হবে।
নিয়মিত হাত ধুতে উৎসাহিত করতে হবে।
সেনিটাইজার ব্যবহার করতে উৎসাহিত করতে হবে।
বাইরে থেকে এসে কাপড়-চোপড় জুতা মোজা ধুতে হবে।
শাকসবজি ফলমূল কমপক্ষে আধাঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে।
৩। ছোট বড় সরকারি বেসরকারি হাসপাতাল গুলোতে সর্তকতা মূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। * ডিজিটররেস্ট্রিকশন করতে হবে *প্রতিটি ভিজিটরকে অবশ্যই মাস্ক পরিধান করতে বাধ্য করতে হবে
*এখন থেকে হসপিটালে পরিচ্ছন্নতা কার্যক্রম আরো বেশি জোরদার করতে হবে
*যাতায়াতের ক্ষেত্রে যানবাহন গুলিতে যেমন বাস ট্রেন জনগণকে অবশ্যই মাস্কপড়তে বাধ্য করতে হবে ।
ঢাকা শহরসহ প্রতিটি শহরে মেইন মেইন পয়েন্টে ব্যানারে সতর্কতামূলক মেসেজ পরিদর্শন করতে হবে।
মনে রাখতে হবে
prevention is better than cure.
রোগ চিকিৎসা থেকে রোগ প্রতিরো করা উত্তম।
আমার এই সতর্কতামূলক বার্তা এখন থেকে নিয়মিত পরিবেশিত হইবে।
লেখক:- ডাক্তার আজিজুল্লাহ এম নুরুজ্জামান নুর