হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ৬ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে বড় পুঁজি পেতে ব্যর্থ হয় টাইগাররা। তবুও ম্যাচটা জমে তুলে বোলাররা। তবে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে ফাইনালে পৌঁছে যায় লঙ্কানরা।রোববার (৩ নভেম্বর) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ১১ বলে ৩৬ রান করেন জিসান আলম। এক চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন ১২ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন শ্রীলঙ্কার ব্যাটাররা। প্রথম উইকেট জুটিতেই ৫৮ রান সংগ্রহ করেন দুই লঙ্কান ওপেনার সাদুন উইরাকডি ও ধনঞ্জয়া লক্ষণ। ৬ বলে ২৪ রান করে আউট হন লক্ষণ।
১৬ বলে ৫০ রান করে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী মাঠ ছাড়েন উইরাকডি। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে কিছুটা চেপে ধরে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় লঙ্কানরা।