শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

রংপুরের হেড কোচ মিকি আর্থার


প্রকাশ :

মিকি আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রংপুর রাইডার্স। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দায়িত্ব পালন করেই রংপুরের দায়িত্ব বুঝে নেবেন তিনি। গ্লোবাল সুপার লিগ শুরু হবে ২৬ নভেম্বর।  তিনি বিপিএলে রংপুরের দায়িত্বও পালন করবেন এই মৌসুম থেকে।

সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার হয়ে দায়িত্ব পালন করেছেন আর্থার। বর্তমানে তিনি ডার্বিশায়ারের ডিরেক্টর অব ক্রিকেট। তারও আগে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। 

রংপুর বিবৃতিতে জানিয়েছে, ‘আমার জিএসএল ও বিপিএলের জন্য মিকি আর্থারকে চুক্তিবদ্ধ করেছি।  চুক্তিটা এক বছরের। এই বছর তিনি জিএসএল ও বিপিএলের জন্যই আমাদের হয়ে দায়িত্ব পালন করবেন।  আমাদের দলে তার অন্তর্ভুক্তিটা নিঃসন্দেহে দারুণ কিছু। স্থানীয় খেলোয়ড়রা তার আসার খবরে ভীষণ রোমাঞ্চিত।’

বিপিএলে অতীতেও কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন আর্থার। তিনি পূর্বে ঢাকা ডায়নামাইটসের হয়ে ২০১৫ সালে কোচিং করিয়েছেন।