শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

দায়িত্ব উপভোগ করছি না, তাই সরে দাঁড়ালাম — সালাউদ্দিন


প্রকাশ :

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগ নিয়ে ক্রিকেট মহলে জোর আলোচনা চলছে। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও তিনি দায়িত্ব ছাড়ছেন চলতি আয়ারল্যান্ড সিরিজের পরই। ইতোমধ্যে বিসিবিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

প্রথমে বিষয়টি ‘ব্যক্তিগত কারণ’ বলে ব্যাখ্যা করলেও পরে সালাউদ্দিন খোলাখুলিভাবে বলেন, দায়িত্ব উপভোগ করতে পারছেন না, তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, ‘কোচিং করানোটা আমার উপভোগের জায়গা। কিন্তু এখন আর সেটা উপভোগ হচ্ছে না, তাই সরে যাওয়াই ভালো।’

তার এই কথায় স্পষ্ট, মানসিক ক্লান্তি আর পেশাগত অস্বস্তিই তাকে এই সিদ্ধান্তে পৌঁছে দিয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে তার সম্পর্ক নাকি অনেক দিন ধরেই শীতল ছিল। জাতীয় দলের কোচিং-সংক্রান্ত সিদ্ধান্তগুলোও তার অজান্তে নেওয়া হচ্ছিল, ফলে সিদ্ধান্ত গ্রহণের জায়গা থেকে তিনি কার্যত বাদ পড়েছিলেন।

ব্যাটিং কোচ না হয়েও দলের ব্যাটিং ব্যর্থতার দায় বারবার তার ওপর পড়ছিল। খেলোয়াড় বাছাই থেকে উইকেটকিপার নির্বাচন— এসব বিষয়েও তার মতামত গুরুত্ব পায়নি। ধীরে ধীরে তিনি হয়ে পড়েন বিচ্ছিন্ন ও নিরুৎসাহিত।

ফারুক আহমেদ বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, সালাউদ্দিনকে ঘিরে নতুন কিছু ঘটবে। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই সেই অধ্যায় শেষ হচ্ছে হতাশার সুরে। বোর্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আস্থাহীনতা আর দায়িত্বের ভারসাম্যহীনতা মিলিয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন— তা তার বক্তব্যেই স্পষ্ট।

সম্প্রতি মোহাম্মদ আশরাফুলকে হঠাৎ করে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সেই অস্বস্তি আরও বাড়িয়েছে। বিসিবিতে কাজ করা এক স্থানীয় কোচ বলেন, ‘সবকিছুতেই একটা প্রক্রিয়া মানা উচিত। আশরাফুলের ক্ষেত্রে তা হয়নি। এটা ভালো উদাহরণ নয়।’

যদিও সালাউদ্দিন এ বিষয়ে সংযত ছিলেন, জানিয়ে দিয়েছেন— আশরাফুলকে কোচিং স্টাফে নেওয়াকে তিনি স্বাভাবিকভাবেই দেখছেন। তবু ক্রিকেট সংশ্লিষ্টদের মত, আশরাফুলের মতো সাবেক খেলোয়াড়কে সরাসরি জাতীয় দলে আনার বদলে প্রথমে বয়সভিত্তিক বা এইচপি দলে কাজের সুযোগ দেওয়া উচিত ছিল।

আয়ারল্যান্ড সিরিজ শেষে জাতীয় দলের ড্রেসিংরুম ছাড়লেও সালাউদ্দিনের কোচিং অধ্যায় এখানেই শেষ হচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটেই আবার দেখা যাবে তাকে— যেখানে অতীতেও তিনি প্রমাণ করেছেন নিজের কোচিং দক্ষতা।