শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

শেষ ফিফা উইন্ডোতে ব্রাজিলের দল ঘোষণা, নেইমার আবারও বাদ


প্রকাশ :

নভেম্বরেই শেষ হচ্ছে ২০২৫ সালের ফিফা আন্তর্জাতিক সূচি। এই সময় দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার রাতে সেই ম্যাচগুলোর জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রত্যাশা মতোই জায়গা পাননি নেইমার জুনিয়র। তবে তিন বছর পর সৌদি প্রো লিগে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার ফ্যাবিনিয়োকে ফিরিয়ে এনেছেন আনচেলত্তি।

এই উইন্ডোতে ব্রাজিল খেলবে দুই আফ্রিকান দলের বিপক্ষে। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচ, আর ১৮ নভেম্বর ফ্রান্সের লিল শহরে তিউনিসিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। দু’দলই ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে আফ্রিকার বাছাইপর্ব পেরিয়ে জায়গা নিশ্চিত করেছে। তাই আফ্রিকান দলের সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচকেই বিশ্বকাপ অভিযানের অংশ হিসেবে দেখছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আনচেলত্তি যখন জাতীয় দলের দায়িত্ব নেন, এটি তার চতুর্থ স্কোয়াড ঘোষণা। নেইমারের দীর্ঘ অনুপস্থিতি ইঙ্গিত দিচ্ছে, হয়তো বিশ্বকাপ দলে জায়গা পাওয়া তার জন্য কঠিন হয়ে উঠছে। ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক সূচি মার্চে—যেখানে ইউরোপের দুটি দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

চোটের কারণে স্কোয়াডে নেই বার্সেলোনার রাফিনিয়া ও লিভারপুলের অ্যালিসন বেকার। বাদ পড়েছেন আগের উইন্ডোর কয়েকজন খেলোয়াড়—কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, বেরালদো, ভ্যান্ডারসন, জোয়েলিন্টন, হোয়াও গোমেস, মার্টিনেল্লি (ইনজুরিতে) ও ইগর জেসুস।
অন্যদিকে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন দেশীয় লিগে দুর্দান্ত ফর্মে থাকা ২০ বছর বয়সী ফরোয়ার্ড ভিটর রকি।

ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক: বেন্তো, এডারসন মোরায়েস, হুগো সুজা
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, কাইয়ো হেনরিক, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালায়েস, লুসিয়ানো জুবা, মার্কিনিয়োস, পাউলো হেনরিক, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, ফ্যাবিনিয়ো, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়ুস জুনিয়র, ভিটর রকি