শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

নারী বিশ্বকাপের ফাইনালে বৃষ্টির দখল


প্রকাশ :

নারী ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নামার আগে হঠাৎ বৃষ্টির বাধায় পড়েছে ক্রিকেটপ্রেমীরা। রোববার (২ নভেম্বর) নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার। দু’দলই প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগে ছিল, কিন্তু আবহাওয়ার অনিশ্চয়তায় ফাইনাল এখন ঝুলে আছে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, নবি মুম্বাইয়ে বৃষ্টি এখনো থামেনি, ফলে টস পর্যন্ত করা সম্ভব হয়নি।

তবে আয়োজকরা জানিয়েছেন, ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা আছে। আজ খেলা শুরু না হলে সোমবার একই অবস্থা থেকে ম্যাচ পুনরায় শুরু হবে।

খেলা বিকেল সাড়ে পাঁচটার মধ্যে শুরু হলে ওভার কাটা হবে না। তবে ন্যূনতম ২০ ওভারের ম্যাচ আয়োজনের শেষ সময় রাত ৯টা ৩৮ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।