শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

আবু সাঈদ-মীর মুগ্ধ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে রানার্স আপ বেরোবি


প্রকাশ :

ন্যাশনাল ইয়ুথ এলায়েন্স বাংলাদেশ আয়োজিত“আবু সাঈদ-মীর মুগ্ধ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫” এর প্রীতি ম্যাচে অসাধারণ লড়াই উপহার দিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (৩১ অক্টোবর, ২০২৫) সন্ধ্যায় বসুন্ধরা স্পোর্টস এরিনায় অনুষ্ঠিত রোমাঞ্চকর এই ম্যাচে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র থাকার পর ট্রাইব্রেকারে ৫-৪ গোলে বাংলাদেশ প্রফেশনালস ইউনিভার্সিটি (বিইউপি)-এর কাছে অল্পের জন্য হেরে যায় বেরোবি দল।

মাঠে ৩০ মিনিটের এই ম্যাচে শুরু থেকেই লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামে দুই দল। প্রথমার্ধে দুটি দ্রুত গোল খেয়ে পিছিয়ে পড়ে বেরোবি।তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বেরোবির ফুটবলাররা। চমৎকার দলীয় সমন্বয় ও দৃঢ় প্রত্যয়ের পরিচয় দিয়ে তারা একে একে দুইটি গোল করে ম্যাচে সমতা ফেরায়। খেলায় কোনো অতিরিক্ত সময় না থাকায় ফলাফল নির্ধারিত হয় ট্রাইব্রেকারে। সেখানে সামান্য ব্যবধানে পরাজিত হলেও, বেরোবির খেলোয়াড়রা দর্শক ও আয়োজকদের প্রশংসা কুড়ায় তাদের দারুণ পারফরম্যান্সের জন্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শহীদ আবু সাঈদ ও শহীদ মীর মুগ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা জনাব মকবুল হোসেন ও শহীদ মীর মুগ্ধের বাবা জনাব মোস্তাফিজুর রহমান।তাঁরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রীতি ম্যাচটি সরাসরি উপভোগ করেন এবং বেরোবির দলীয় পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের শিক্ষার্থীরা আজ মাঠে যে সাহস, ঐক্য ও প্রতিযোগিতার মনোভাব প্রদর্শন করেছে, তা আমাদের গর্বিত করেছে। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, ক্রীড়া ও সংস্কৃতিতেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে।এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেন ।