শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

তুরস্কে জুয়া কেলেঙ্কারিতে ১৪৯ রেফারি বরখাস্ত


প্রকাশ :

তুরস্ক ফুটবল অঙ্গনে বড় ধরনের কেলেঙ্কারি ফাঁস হয়েছে। ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা অনেক রেফারি ও সহকারী রেফারি নিজেরাই জুয়ায় অংশ নিয়েছেন—এমন তথ্য প্রকাশ্যে আসার পর দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) ১৪৯ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে।

টিএফএফের তথ্য অনুযায়ী, তুরস্কে নিবন্ধিত ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনের অন্তত একটি করে বেটিং অ্যাকাউন্ট রয়েছে। এদের মধ্যে সরাসরি বাজিতে অংশ নেওয়ার প্রমাণ মেলায় ১৪৯ জনকে ৮ থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আরও তিনজনের বিরুদ্ধে তদন্ত চলছে।

আগের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, ১৫২ জন রেফারি সক্রিয়ভাবে ফুটবলে বাজি ধরেছেন। তাঁদের মধ্যে সাতজন ছিলেন শীর্ষ পর্যায়ের রেফারি এবং ১৫ জন সহকারী রেফারি।

ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু বলেন, তুর্কি ফুটবলের সুনাম মাঠের পরিশ্রম ও সততার ওপর দাঁড়িয়ে আছে। যে কেউ ব্যক্তিগত স্বার্থে এই বিশ্বাস ভাঙবে, সে আর কখনও তুর্কি ফুটবলে জায়গা পাবে না।

তিনি জানান, তদন্তে দেখা গেছে, ১০ জন রেফারি গত পাঁচ বছরে ১০ হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন। কেউ কেউ সীমিত সংখ্যক বাজি ধরলেও, একজন রেফারি ১৮ হাজারের বেশি ম্যাচে অংশ নিয়েছেন। তবে এখনো স্পষ্ট নয়—তাঁরা নিজেদের পরিচালিত ম্যাচে প্রভাব ফেলেছেন কি না।

স্থানীয় সংবাদমাধ্যম হাবেরতুর্ক জানিয়েছে, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে এমন ক্লাব ও খেলোয়াড়দের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। প্রায় ৩,৭০০ জন খেলোয়াড়কে এই তদন্তের আওতায় আনা হয়েছে।

ইস্তানবুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এপ্রিল থেকে ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে, যেখানে টিএফএফ পূর্ণ সহযোগিতা করছে।

এদিকে, তুরস্ক সুপার লিগ স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। হাজিওসমানোগলু সৎ ও নিষ্ঠাবান রেফারিদের প্রতি আস্থা ও সমর্থন বজায় রাখার আহ্বান জানিয়েছেন।