বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২–১ গোলের জয়ের পরেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পরও কোচ জাভি আলোনসোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
শনিবার রাতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ‘এল ক্লাসিকো’তে ৭১ মিনিটে ভিনিসিয়ুসকে তুলে নিয়ে নামানো হয় রদ্রিগোকে। তখনই দেখা যায়, ভিনিসিয়ুস রাগ সামলাতে না পেরে সরাসরি ড্রেসিংরুমে চলে যাচ্ছেন। এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
আলোনসোর অধীনে দায়িত্ব নেওয়ার পর থেকেই কোচ ও ভিনিসিয়ুসের মধ্যে সম্পর্কটা খুব একটা মসৃণ নয়। চলতি মৌসুমে প্রায় প্রতিটি ম্যাচেই তাকে বদলি করা হয়েছে। তবু বার্সেলোনার বিপক্ষে ম্যাচে তিনি ছিলেন প্রাণবন্ত—আক্রমণে ধার, রক্ষণে সহায়তা, দর্শকদের উৎসাহ—সব জায়গাতেই সক্রিয় ছিলেন।
৪২ মিনিটে তার নিখুঁত ক্রস থেকেই আসে রিয়ালের জয়সূচক গোল। সেই বল মাথা ছুঁয়ে এগিয়ে দেন মিলিতাও, পরে জুড বেলিংহ্যাম সেটি পাঠান জালে। আরেকটি সুযোগ তৈরি করলেও কিলিয়ান এমবাপ্পে অফসাইডে থাকায় সেটি বাতিল হয়।
ম্যাচের শেষ দিকে বার্সেলোনার পেদ্রির লাল কার্ডের পর মাঠে আবার উত্তেজনা ছড়িয়ে পড়লে ভিনিসিয়ুসকে আবার দেখা যায় বিতর্কে জড়াতে। সতীর্থরা পরে তাকে সরিয়ে নেন।
দীর্ঘ চার ক্লাসিকো পর রিয়াল অবশেষে জয়ের দেখা পেলেও, ভিনিসিয়ুসের এই আচরণ নতুন এক প্রশ্ন তুলে দিয়েছে—কোচ আলোনসোর অধীনে তার ভবিষ্যৎ সম্পর্ক কতটা স্থিতিশীল থাকবে?