মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শেষ করতে চায় বাংলাদেশ নারী দল


প্রকাশ :

নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা শেষ হয়ে গেলেও, জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী দেশের ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতার ছাপ স্পষ্ট, তাই আজও জমে উঠবে লড়াই।

রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা স্বাগতিক ভারত ঘরের মাঠে জয়ের ধারা ধরে রাখতে চাইবে।

বাংলাদেশের আত্মবিশ্বাসের জায়গা হচ্ছে—এই দলের বিপক্ষেই ঘরের মাঠে সিরিজ ড্র করার অভিজ্ঞতা আছে জ্যোতিদের। এবার প্রতিপক্ষের মাঠে হলেও, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে চমক দেখানোর সুযোগ আছে টাইগ্রেসদের।

তবে মূল সমস্যা রয়ে গেছে ব্যাটিংয়ে। বোলাররা ধারাবাহিকভাবে প্রতিপক্ষকে অল্প রানে আটকালেও, ব্যাট হাতে জ্যোতি, ফারজানা, সুপ্তারা প্রায়ই রান রেট ধরে রাখতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করেও জয় ধরা দেয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচও হাতছাড়া হয় শেষ মুহূর্তে।

ভারতের শক্তিমত্তা নিঃসন্দেহে বেশি। স্মৃতি মানধানা আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন, রান পেয়েছেন প্রতীকা রাওয়াল, জেমাইমা রদ্রিগেজ ও হারলিন দেওলও ফর্মে আছেন। বল হাতে দীপ্তি শর্মা ও রেনুকারা ধারাবাহিক। ঘরের মাঠের চেনা পরিবেশও ভারতের বাড়তি সুবিধা।

তবুও, লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ। মারুফা, তৃষা, নাহিদাদের বোলিংই হতে পারে পার্থক্য গড়ে দেওয়ার মূল অস্ত্র। আর ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারলে শেষ ম্যাচে জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।