মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

বিরাট–আনুশকা দম্পতির সম্পদ ১৩০০ কোটি রুপি


প্রকাশ :

ভারতের ক্রিকেট ও বলিউডের সবচেয়ে আলোচিত জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা—ভক্তদের কাছে পরিচিত ‘বিরুশকা’ নামে। ভালোবাসা, খ্যাতি আর সম্পদ—সব দিক থেকেই এই দম্পতি এখন ভারতের শীর্ষ সেলিব্রিটিদের মধ্যে অন্যতম।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, বিরাট ও আনুশকার যৌথ সম্পদের পরিমাণ প্রায় ১৩০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮০০ কোটি টাকার বেশি।

২০১৩ সালে একটি বিজ্ঞাপন চিত্রের শুটিং সেটে প্রথম দেখা হয় তাদের। সেখান থেকেই সম্পর্কের সূচনা, আর চার বছরের প্রেমের পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির তুসকানিতে বিয়ে। ২০২১ সালে জন্ম নেয় তাদের মেয়ে ভামিকা, আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আসে পুত্রসন্তান আকাই।

কোহলির একক সম্পদ আনুমানিক ১০৫০ কোটি রুপি। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে এ‍+ ক্যাটাগরির খেলোয়াড় তিনি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে প্রতি মৌসুমে পান ২১ কোটি রুপি, আর বার্ষিক চুক্তি থেকে আরও ৭ কোটি। ম্যাচ ফি ছাড়াও পুমা, এমআরএফ, পেপসি, কোলগেট, অডি, তিসো, স্যামসোনাইটসহ একাধিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে তার আয় ৭.৫ থেকে ১০ কোটি রুপি পর্যন্ত। এছাড়া নিজের পোশাক ব্র্যান্ড, রেস্টুরেন্ট ব্যবসা ও বিনিয়োগ থেকেও আসে মোটা অঙ্কের আয়।

অন্যদিকে, আনুশকা শর্মার সম্পদের পরিমাণ প্রায় ২৫৫ কোটি রুপি। তিনি অভিনয়, প্রযোজনা, ফ্যাশন ও ব্র্যান্ড প্রচার—সব ক্ষেত্রেই সক্রিয়। প্রতি চলচ্চিত্রে তিনি পান গড়ে ৭ কোটি রুপি। তার প্রযোজনা সংস্থা Clean Slate Filmz নির্মাণ করেছে ‘এনএইচ১০’, ‘পরী’ ও ‘পাতাল লোক’-এর মতো সফল কাজ। পাশাপাশি নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘Nush’ থেকেও আসে নিয়মিত আয়। ব্র্যান্ড প্রচার থেকে বছরে আনুমানিক ৫–১০ কোটি রুপি উপার্জন করেন তিনি, আর ইনস্টাগ্রামের প্রতিটি পোস্ট থেকেও আয় করেন প্রায় ৯৫ লাখ রুপি।

বর্তমানে দুই সন্তান ভামিকা ও আকাইকে নিয়ে লন্ডনে বসবাস করছেন এই তারকা দম্পতি। তাদের সম্পদ, জনপ্রিয়তা ও জীবনযাপন এখন ভারতের ‘পাওয়ার কাপল’দের তালিকায় শীর্ষে রেখেছে বিরাট–আনুশকাকে।