মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ খেলা

গোল উৎসবে মেসির অ্যাসিস্ট রেকর্ড


প্রকাশ :

আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি আবারও ছুঁলেন এক অনন্য উচ্চতা। পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ৬-০ গোলের দাপুটে জয়ে দুটি অ্যাসিস্ট করে তিনি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন।

এই ম্যাচের পর মেসির আন্তর্জাতিক অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ। এর মাধ্যমে তিনি নেইমার ও ল্যান্ডন ডোনাভানকে (দুজনেরই ৫৮টি অ্যাসিস্ট) ছাড়িয়ে গেছেন। একই সঙ্গে পেশাদার ফুটবলে ৪০০ অ্যাসিস্টের মাইলফলক থেকে এখন মাত্র তিনটি দূরে আছেন তিনি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনা পুরো সময় দাপট দেখিয়েছে। যদিও অধিনায়ক মেসি নিজে গোল পাননি, তবে তার নিখুঁত পাসে গোল করেছেন আলেক্সিস মাক আলিস্তার ও লাউতারো মার্তিনেস। দুজনই দুটি করে গোল করেন। বাকি গোল আসে গনসালো মন্তিয়েল ও একটি আত্মঘাতী শট থেকে।

২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক অ্যাসিস্ট দিয়েছিলেন মেসি। এরপর থেকে প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলে সৃজনশীলতা, দূরদর্শিতা ও নিখুঁত পাসিংয়ে তিনি হয়ে উঠেছেন অতুলনীয় এক প্লেমেকার।

পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই দেখা যায় তার সেই পরিচিত ম্যাজিক। বক্সের ভেতরে মন্তিয়েলকে নিখুঁত পাস দিয়ে দলের প্রথম গোল করান তিনি। পরে লাউতারোর দ্বিতীয় গোলও আসে তার বুদ্ধিদীপ্ত ব্যাক পাস থেকে।

র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার বিপক্ষে ১৫৫তম স্থানে থাকা পুয়ের্তো রিকো শুরুতেই এক সুযোগ পেলেও পরে পুরো ম্যাচে ছিল আর্জেন্টিনার পূর্ণ নিয়ন্ত্রণ। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও একবার চমৎকার সেভ করে দলকে বিপদ থেকে রক্ষা করেন।

বিশ্বকাপজয়ী এই অধিনায়ক এখন পর্যন্ত পেশাদার ফুটবলে ১ হাজার ১২৯ ম্যাচে মোট ৩৯৭টি অ্যাসিস্ট করেছেন। যুক্তরাষ্ট্র সফর শেষ করে তিনি এখন ক্লাব ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচ খেলতে ফিরবেন আগামী রোববার।

২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে মেসিকে ঘিরে এখনো প্রত্যাশা আকাশচুম্বী। কাতার বিশ্বকাপের গৌরবের পর, তার লক্ষ্য যেন আবারও ইতিহাস লেখা।