বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সম্প্রতি অভিযোগ করেছিলেন, বেতন ও সুযোগ-সুবিধায় নারী ক্রিকেটাররা বৈষম্যের শিকার। এবার সেই বৈষম্য কমাতে পদক্ষেপ নিয়েছে বিসিবি।
নারী ক্রিকেটারদের জন্য পুরুষদের সমান দৈনিক ভাতা ও ট্যুর ফি নির্ধারণ করা হয়েছে। বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী নারী ক্রিকেটাররাও বিদেশ সফরে দিনে মোট ১১৫ ডলার পাবেন—যা পুরুষ দলের সমান। বোর্ড সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।