লালমনিরহাট, সোমবার (১৩ অক্টোবর ২০২৫) স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রেলওয়ে চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় মাঠে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আয়োজিত এই প্রতিযোগিতার ব্যবস্থাপনা করে জেলা শিক্ষা অফিস, লালমনিরহাট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ. এম. রকিব হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাসেল মিয়া। এ সময় বিভিন্ন উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা পর্যায়ে নির্বাচিত খেলোয়াড়দের অংশগ্রহণে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলোর মধ্যে ছিল কাবাডি (ছাত্র/ছাত্রী), ফুটবল (ছাত্র/ছাত্রী), হ্যান্ডবল (ছাত্র/ছাত্রী), দাবা (ছাত্র/ছাত্রী) এবং সাঁতার (ছাত্র/ছাত্রী)।